গরমে পানিশুন্যতা থেকে বাঁচার উপায়

ভূমিকাঃ  আমাদের দৈনন্দিন কাজের রুটিন পরিবর্তন না হলেও  ঋতুর পরিবর্তন থিকই হয়। আর একেক ঋতুতে প্রকৃ্তি একেক রুপ ধারন করে । গ্রীষ্মকালে তীব্র দাবদাহ আর তার সাথে বিভিন্ন সমস্যা । এর মধ্যে প্রধান ও সাধারন সমস্যা হচ্ছে পানিশুন্যতা বা ডিহাইড্রেশন । শরীরে পানির স্বল্পতাকে ডাক্তারি পরিভাসায়বলে ডিহাইড্রশন । শরীরে পানির সল্পতাকে ডাক্তারি পরিভাষায় বলে ডিহাইড্রেশন । 





গবেষণায় দেখা গেছে,গরমে পানিশুন্যতার মুল কারন ঘেমে যাওয়া। আমরা যতটুকু ঘামি তার তুলনায় সাধারনত কম পানি পান করি।তখন অতিরিক্ত ঘেমে ডিহাইড্রেশন বা পানিশুন্যতা হয়।নানান কারনেই এটি হয়।


সূচিপত্রঃ

 যে সকল কারনে ডিহাইড্রেশন হয়ে থাকে





ডিহাইড্রেশনের লক্ষন





পানি স্বল্পতা দূর করার ঘরোয়া উপায় 

অধিকাংশ ক্ষেত্রেই ডিহাইড্রেশন এর চিকিৎসা বাড়িতেই নেওয়া যায়।বাড়িতে এর অবস্থা নেওয়া খুবই সহজ । এসো জেনে নেই ঘরোয়া ভাবে ডিহাইড্রেশন দূর করার উপায়ঃ

যদি শরীরে পানিসস্বল্পতা দেখা দেয় তবে নিয়মিত বিরতিতে পানি পান করা উচিত। এতে ডিহাইড্রেশন দূর হবে । প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করলে শরীরে ইলেক্টলাইটের ভারসাম্য থিক থাকে। 


ডাবের পানিতে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরে মিনারেল ঘাটতিও দ্রুত মেটায় এবং ডিহাইড্রেশন দূর করে। 

প্রচন্ড গরমে লেবুর পানি শরীরের মিনারেল ঘাটতিও দ্রুত মেটায় এবং ডিহাইড্রেশন  দূর করে ।


প্রচন্ড গরমে লেবুর পানি শরীরের মিনারেল ঘাটতিও মেটায়। এক গ্লাস পানিতে  অর্ধেকটা লেবু চিপে তাতে মধু মিশিয়ে পান করলে ভালো উপকার পাওয়া যায়

গ্লূকোজ পানিতে গুলিয়ে খেলে পানির চাহিদার পাশাপাশি দ্রুত শক্তি ফেরাতে সাহায্য করে। 


ডিহাইড্রেশের  লক্ষণ দেখা দিলেই খাবার স্যালাইন এবং প্রচুর পানি পান করতে হবে ।

তবে এসব অবস্থা নেওয়ার পরও রুগির অবস্থা বেগতিক হলে বা অবস্থার কোণো উন্নতি না হলে আর অপেক্ষা না করে দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে ।

কিছু নিয়ম মেনে চললে ডিহাইড্রেশন  থেকে বেঁচে থাকা  যায় । যেমন ঃ বাইরে বের হবার সময় পানির বোতল সব সময় সাথে রাখতে হবে । যত বেশী ঘাম হবে তত বেশি পানি পান করতে হবে ।নিয়মিত সরস ফল বা ফলের রস পান করে শরীর ঠাণ্ডা পানির ছিটা দেওয়া যেতে পারে । সম্ভব হলে শরীরে একটু ভেজা তোয়ালে পেঁচিয়ে রাখলে ভালো হয় । ভিটামিন  সি সমৃদ্ধ খাবার সালাদ ও বিভিন্ন পানীয় খাবারের তালিকায় যোগ করা যেতে পারে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url