স্মার্ট ফোন কিনুন ১০ -১৫ হাজারের মধ্যে ৫টি
২০২৫ সালে স্মার্ট ফোনে যেসব ফিচার থাকবে সেই ধারনা দিতে চাই এবং নতুন হিসাবে থাকছে ,সে বিষয়ে ২০২৫ সালে ৭টি ফিচার নিয়ে আলোচনা করা হবে।তবে ২০২৫ সালে ,যেমন দামী ফোনে ক্যামেরা,
ফটো ,ভিডিও অ্যাডিটিং,লাইভ ট্রান্সলেশন,ব্যাটারী ম্যানেজমেন্ট,অ্যাপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং ভালো পারফমেন্স এর ক্ষেত্রে ,পাশাপাশি ভালো গেম ও খেলতে পারবেন ।আজকের যে ৫টি ফোন নিয়ে আলোচনা ।
পেজ সূচীপত্র : ৫টি ফোন নিয়ে আলোচনা
Apple iphone SE 2025
Apple iphone SE 2025 এই ফোন বিভিন্ন রিউমার থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডিভাইসটি
আলোচনা করা হলো ।এই মডেলটি iphone 14 এর মত ফ্লাট এজ ডিজাইনের হতে পারে ।
যা আগের মডেল গুলোর চেয়ে অনেক দূরদান্ত হতে পারে ।এতে 6.1 ইঞ্চি OLED প্যানেল
ব্যাবহার করা যেতে পারে,
যা উচ্চমানের কালার এবং আরো ভালো কন্ট্রাস্ট প্রদান করবে। এর ডিসপ্লে তে ইন-বিল্ট
Touch ID বা Face ID যুক্ত হতে পারে।এর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এতে A16 Bionic
চিপ ব্যবহৃত হতে পারে। iphone 14 pro- দেখা গিয়েছিল ডিভাইস টিকে বেশ দ্রুত এবং
শক্তিশালী করতে পারে । এটি ioS 18 operating system এর সাথে আসতে পারে।
48 MP প্রধান ক্যামেরা সেন্সর থাকতে পারে ছবি তোলার এবং ভিডিও করার
ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা দিতে পারে।ফ্রন্ট ক্যামেরাটিও বেশ উন্নত হতে পারে যা
দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষ্মতা দেয়ার জন্য উন্নত ব্যাটারি টেকনোলজি ব্যবহার
করা যেতে পারে । MagSafe সাপোর্ট থাকতে পারে এবং দ্রুত চারজিং সাপোর্ট দিতে
পারে।উন্নত কানেক্টিভিটি এবং ফাস্ট ব্রাউজিংয়ের জন্য 5G সাপোর্ট থাকবে।তবে
চারজিংয়ের জন্য USB-C পোর্ট থাকতে পারে।
ফোনটি কেন কিনবেনঃ
এই ফোনে রিউমারস অনুযায়ী Apple ইউজারদের জন্য বেশ দারুন একটা ফোন হতে পারে যা
ডিভাইজ এর ক্ষেত্রে খুব ভালো ফোলাফল দিতে পারে ।
Samsung Galaxy A36
Samsung Galaxy A36 নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন বা গুঞ্জন সোনা যাচ্ছে যা
ডিভাইসটি Samsung -এর A- সিরিজের পরবর্তীতে সংরক্ষন হিসাবে বাজারে
আসতে পারে । এবং বিভিন্ন রিউমারের ভিত্তিতে ডিস্প্লেতেবলা হচ্ছে এতে 6.5
ইঞ্চির সুপার AMOLED ডিস্প্লে থাকতে পারে ।যার রিফ্রেশ রেট হতে পারে ।120Hz1 এটি
ব্যাবহার কারিদের অনেক অভিজ্ঞহতা হিসাবে এর মত কাজ করবে ।
এই ডিভাইস কোয়াড ক্যামেরা সেটআপ এর ক্ষেত্রে প্রধান ক্যামেরা হতে পারে 64 MP, এর
সাথে 12 MP আল্ট্রা ওয়াইড ,5 MP ম্যাক্রো লেন্স থাকতে পারে ।তবে সেলফি তোলার জন্য
সামনের ক্যামেরাটি 32 MP হোটে পাড়ে ।তবে পারফরমেন্সের ক্ষেত্রে Galaxy A36 -এ
ব্যাবহার এর জন্য Ezynos 1380 বা Snapdragon 7 Gen 1 চিপসেট 5G সাপোর্ট করতে পারে
ডিভাইসটি 8GB RAM এবং 128/256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে ।
আর ব্যাটারী এর ক্ষেত্রে ব্যাকাপের এই ফোনে 500 m Ah বযাটারী এবং 25W এবং ফা
হিসাবে চারজিং ক্ষমতা থাকতে পারে যা সফট ওয়্যার হিসাবে Andrid 14 এর উপর
ভিত্তি করে one Ul 6 এটি আসার সম্ভাবনা রয়েছে বলে আসা করা যায় ।আর ডিজাইনের
ক্ষেত্রে এটি হবে স্লিম এবং প্রিমিয়াম। Gorilla Glass প্রটেকশন এবং IP67 অয়াটার
রেজিস্ট্যান্স ফিচার ফোন্টিকে অত্যাধিক মূল্যবান করতে পারে ।
এই ফোনটি অফিসিয়াল হিসেবে ঘোষণা হলে তারপর কিনলে দারুন অভিজ্ঞতা হিসাবে কাজ করবে
বলে আশা করা যায় ।
One plus 13R
Oneplus 13R এই ফোন নিয়ে অনেক গুঞ্জন রিউমারস সোনা যাচ্ছে ।নিম্নে কিছু
আলোচনা করা যাক ,এখানে ৬.৮২ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে যার রেজুলিউশন ২৭৮০
গুন১২৬৪ পিক্সেল এবং রিফ্রেশ রেট থাকবে ১২০ হারটজ।এটি HDR সমর্থিত এবং
স্ক্যাচ প্রতিরোধের জন্য করনিং গরিলা প্লাস 7i দিয়ে তৈরী হবে । এই
ডিভাইসটি কোয়াল্কম স্ল্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হতে পারে ,যেটা ১২
জিবি বা ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ২৫৬জিবি UFS ৪.০ স্টোরেজ যুক্ত
হতে পারে ।
এতে থ্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকতে পারে ক্যামেরাটি ৫০
মেগাপিক্সেল,৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো
লেন্স যুক্ত ,।তবে সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল হতে পারে
।ডিভাইসটিতে 6,000 mAh ব্যাটারীথাকবে যা ৮০ ওয়াট ক্ষমতা থাকতে
পারে।তবে ব্যাটারী দীর্ঘস্থায়ী হতে পারে ।
আর এর গুরুত্ব হবে ৮০ মিমি পাতলা সামনে ও পিছনে গরিলা প্লাস 7i
এবং অ্যালুমেনিয়াম ফ্রেমের সমন্বয়ে তৈরী ।এটি নেবুলা নোয়ার এবং অ্যাস্ত্রাল
ট্রেইল দুটি রঙ্গে পাওয়া যাবে। এরপরো ডিভাইসটি IP65 রেটিং সহ পানি ও
বাহিরের ধুলা বালি থেকে রক্ষা পেতে পারে ।এর আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গার
প্রিন্ট সেন্সর এবং উন্নত ব্লুটুথ রেঞ্জের মতো ফিচার ও থাকতে পারে ।
রিউমারস অনুযায়ী oneplus 13R দেখতে অনেক সুন্দর ঈটা অভিজ্ঞতার আলোকে থাকতে
পারে যার ফিচার সহ আপনাদের অনেক পছন্দের হতে পারে ।
Realme 14X
Realme 14X 5G প্রায় মুখে মুখে আলড়োণ সৃষ্টি করছে এর ফিচার কিছু সাশ্রয়ী মূল্যের
।সকলেই এটা কিনতে পারবেন যার কম টাকায় ফোন কিন্টে চাচ্ছেন তাদের জন্য এই ফোন ।এই
ফোনের ডিজাইন দেখতে খুব সুন্দর একদম দামী মনে হয়।এই ফোন ৩টি রঙ্গে পাওয়া
যায় ।জুয়েল রেড,ক্রিস্টাল ব্লাক,এবং গোল্ডেন গ্লো ,এই ফোন্টির গুরুত্ব ৮ মিমি এর
কম ,আর এই ফোনটি ব্যাবহারে খুব সহজ ।
এই ফণটির IP68 এবং IP69 যা পানি ও দ্গুলা বালি সংরক্ষনে সহায়তা রাখবে ।এই
ফোনটি MIL-STD-810H এই ফোনের সামরিক রেজিস্টেন্স টেস্ট পাশ করেছে ।তবে আপনি ও
সহজেই কিনে ব্যাবহার করতে পারেন ।এই ফোনে ৬.৬৭ ইঞ্চি HD+IPS Display
রয়েছে এতে ৬ জিবি - ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
রয়েছে ,যা মাইক্রো এস ডি কার্ড ব্যাবহার করে বাড়িয়ে নিতে পারেন ।
এই ফোনে পিছন সাইডে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে যার প্রধান ক্যামেরাটি
৫০ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ও রয়েছে ।এই ফণটিত্টি৬.০০০ এম এ এইচ
ব্যাটারী ও রয়েছে ,যা দীর্ঘও সময় ব্যাবহারের উপযোগী।এই ফোনের ৪৫ ওয়াট এবং সুপার
ফাস্ট চার্জ সহ সাপোর্ট পাবেন ,এটি অ্যান্ড্রয়েট ১৪ ভিত্তিক রেয়েলমি UL 5.0-এ তে
চলে ,তবে কোম্পানি বলেছে যে ,এর দুটি অ্যান্ড্রয়েট ভার্সন রয়েছে যা ৩৬
মাসের রিয়েলমি ULআপ ডেট দিবে ।
এই রিয়েলমি ফোন 14X 5G সাস্রয়ী মূল্যের মধ্যে এই ফোন খুব সুন্দর দেখতে ও চালাতে
খুব মজা পাবেন ,কারন আমি নিজেই চালাই ,এটি উন্নত ফিচার সমৃদ্ধ স্মার্ত ফোন
যা ডিভাইস ,পারফরমেন্স ও টেক্সই সমৃদ্ধ ফোন ।আশা করছি আপনাদের মধ্যে অনেকের পছন্দ
হতে পারে ।
Samsung Galaxy S25 Ultra
Samsung Glaxy S25 Ultra এই ফোনের গুঞ্জন কিছু কিছু জায়গায় সোনা যাচ্ছে ,এই ফোনের
ডিভাইসটি সম্ভাব্য টাইটানিয়ামের টেকসই কাঠামো করনিং এর -গ্লেয়ার -ফ্রি
প্লাস দিয়ে তৈরী হবে যা ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২ এক্স ডিস্প্লে যা
১২০ হার্জ রিফ্রেশ রেট এর মধ্যে ৫০১ পিপি আই হাই পিক্সেল ডেন্সিটি অফার
করবে।স্ক্রিন-টু- বডি রেশিও হতে পারে ,৯০.৩% যা ব্যাবহার কারীদের সুসংবাদ দিবে।
এই ফোনটির ওজন ২২৯ গ্রাম এবং গুরুত্ব ৮.২ মিমি হতে পারে ,এর ৪টি রঙ্গে
সাজানো,যেমন টাইটানিয়াম ব্ল্যাক ব্লূ,গ্রে এবং সিল্ভার ।এই ফোন পারফরমেন্সের
ক্ষেত্রে কোয়ালকমের স্লাপড্রাগন ৮ জেন ৪ চিপ সেট দ্বারা চালিত ।এই ফোনের
দটি সিম কার্ডের স্লট আছে ,তবে মেমোরী কার্ড থাকবেনা ,এটি গেমিংয়ের জন্য খুব ভালো
।আর ব্যাটারীর ক্ষেত্রে গ্যালাক্সি S25 Ultra 5.000 Mah ব্যাটারী থাকবে ।
এই ফোনে ক্যামেরা হিসাবে দুর্দান্ত হিসাবে কাজ করে ।এই ফোনে ২০০ মেগাপিক্সেল এটি
ভিডিও কলের জন্য ও রেকর্ডিং এর ক্ষেত্রে দারুন কাজ করে থাকে ।এর সঙ্গে ১২ পিক্সেল
এর ক্যামেরা ও রয়েছে ।এই ফোনের মধ্যে ক্লিয়ার ভিডিও দেখা বা ধারন করা খুব উন্নত
মানের মত।পারফরমেন্স এবং ক্যামেরাসহ বাজারে আস্তে যাচ্ছে যা আপনাদের জন্য খুব
আকরশন।
পরিশেষে ,আমি বলতে চাই যে আমার উপরে উল্লেখিত যে ফোন গুলোর কথা লিখেছি হয়ত সব
তথ্য গুলো সঠিক নাও হতে পারে ,তবে আপনারা যাচাই করে ফোন কিনবেন ।এই ২০২৫ এর যে
ফোন নিয়ে লোচনা করেছি এটি হিউমারের ভিত্তিতে লিখেছি তবে বেশ ভালো প্রমিদের জন্য
ভালো ফিচার সম্পন্ন ফোন পেতে পারেন ,যদি আমার লিখা ভালো লেগে থাকে তাহলে আমাকে
কমেন্ট বক্সে কমেন্ট লাইক করবেন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url